May 8, 2024, 7:12 am

মানবতার তাগিদেই মানুষের পাশে দাঁড়ানো উচিতঃ এমপি জয়

কাজিপুর প্রতিনিধি, সিরাজগঞ্জ। তানভীর শাকিল জয় বলেছেন, ‘মানব সেবায় মহান রবের সন্তুষ্টি নিহিত।

যার মাঝে মানবতাবোধ আছে সেই মানবসেবায় এগিয়ে আসে।

শীতে কাপড়ের অভাবে মানুষ কাঁপতে থাকে, মমত্ববোধ ও মানবতার তাগিদেই আমাদের তাদের পাশে দাঁড়ানো উচিত।’

আজ সোমবার (৩০ জানুয়ারি) রাতে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের পূর্ব খুকশিয়া বাঁধে নিন্ম আয়ের মানুষের মাঝে কম্বল বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তানভীর শাকিল জয় সোমবার সকালে ও রাতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল ও কাজিপুর ইউনিয়নের তিন শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের মাধ্যমে গৃহীত কম্বল কাজিপুর ইউনিয়নে যমুনা নদীর পশ্চিম পাড়ে মেঘাই যমুনা নদীর ঘাটে দাঁড়িয়ে থাকা ছিন্নমূল মানুষ, নৌ- শ্রমিক, জেলে সম্প্রদায়, ঘাটের কুলি ও শ্রমিকসহ গান্ধাইল ইউনিয়ন পূর্ব খুকশিয়া বাঁধের ওপর বাঐখোলা মোড়ের নিন্ম আয়ের মানুষের বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সম্পাদক আলী আসলাম, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ তালুকদার, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত উল ইসলাম‌‌‌ শাওন, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদারসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :