April 29, 2024, 12:20 am

মানব পাচারের ভয়ংকর ফাঁদ

দেশে প্রায় প্রতিদিনই মানব পাচার চক্রের সন্ধান মিলছে। এদের খপ্পরে পরে নিঃস্ব হচ্ছেন অনেকেই। দালালের মাধ্যমে ইতালি যাওয়ার আশায় বিভিন্ন সময় লিবিয়ায় গিয়ে আটক হয়ে জেলখানায় মানবেতর জীবন যাপন করছেন কমপক্ষে ৭০০ বাংলাদেশি যুবক। ইতালি নেয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও দালালরা ভুক্তভোগী যুবকদের লিবিয়ায় পাঠিয়ে তুলে দেয় মাফিয়াদের হাতে। তাদের খপ্পরে পড়ে শুধু অর্থ নয়, প্রাণও দিতে হচ্ছে অনেক যুবককে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের আমানত শাহ বিমানবন্দর হয়ে দুবাই, মিসর ও লিবিয়া রুট দিয়ে ইতালিতে পাঠানোর নামে মূলত মানব পাচার করছে বেশ কয়েকটি চক্র।
তথ্য মিলেছে, চক্রের সদস্যরা প্রথমে ইতালিতে উন্নত জীবনের প্রলোভন দেখায়। নির্দিষ্ট অঙ্কের টাকা নিয়ে তাদের লিবিয়ায় নিয়ে মাফিয়াদের হাতে তুলে দেয়। এরপর তাদের ওপর পাশবিক নির্যাতন চালায়। সেই নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে আবার লাখ লাখ টাকা আদায় করে। পরিবার টাকা দিতে ব্যর্থ হলে কখনো কখনো জীবন দিতে হয় চক্রের হাতে। যারা টাকা দেয়, দালালরা তাদের ছাড়িয়ে ঝুঁকিপূর্ণ ভূমধ্যসাগর পাড়ি দিতে নৌকা বা ট্রলারে ছেড়ে দেয়। এ সময় নৌকাডুবিতে অনেকের সলিলসমাধি হচ্ছে সাগরেই। ভাগ্যক্রমে কেউ কেউ ইতালিতে পৌঁছলেও বেশির ভাগ যাত্রী লিবিয়ার কোস্টগার্ডের হাতে ধরা পড়ে জেলখানায় বন্দি হচ্ছেন। তারপর জেল থেকে ছাড়ানোর আশ্বাস দিয়ে দালালরা পরিবারের কাছ থেকে আরেক দফায় লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

দালালদের এই ভয়ঙ্কর ফাঁদ ইতিমধ্যেই মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। এই ফাঁদ থেকে দেশবাসীকে বাঁচাতে প্রশাসনকে আরও বেশি তৎপর হতে হবে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :