May 2, 2024, 4:21 am

সাংবাদিকতা নিয়ে যত মাথা ব্যাথা!

দৈনিক পদ্মা সংবাদ,নিউজ ডেস্ক।

জাতীয় মর্যাদায় ভূষিত সাংবাদিক জাতির বিবেক।
সাংবাদিক একজন লেখক তার নিজের জীবন ঝুঁকির মধ্যে রেখে রোদ বৃষ্টি উপেক্ষা করে দেশের মানুষ যাতে ন্যায়বিচার পায় সেদিকে খেয়াল করে লিখে চলেছেন অহর্নিশ।

আবার এই সাংবাদিক কলম যোদ্ধায় ভূষিত তাই যুগে যুগে মুদ্রিত কাগজের পাতায় পাতায় প্রতিদিন গ্রাম থেকে শহরের খবরাখবর পৌঁছে দিচ্ছে মানুষের হাতে হাতে।

আজ এই আধুনিকতার বিশ্বে বিভিন্ন আধুনিক যান্ত্রিকের পাশাপাশি (অনলাইন নিউজ পোর্টাল) বড় ধরনের ভুমিকা পালন করে আসছে।

এমন একটি সময় ছিল যেখানে কোন সংবাদ পেতে ১২/১৪ ঘন্টা অপেক্ষায় থাকা লাগতো কিন্তু এখন সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অনলাইনের মাধ্যমে যখন ঘটনা তখনি নিউজ।

হারিয়ে গেছে যা যা।
চিঠি…
টেলিভিশন…
সিনেমা……
মুদ্রিত কাগজ সল্পতায় আছে তাও হয়তো বেশি দিন আর থাকবে না।

মুল কথা হচ্ছে বর্তমানে এই মহান পেশায় কেহ নেশা আর কেহ পেশা দুই মিলিয়ে কাজ করে যাচ্ছে দেশ ও মানবতার কল্যাণে।
কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার এই গণমাধ্যম কর্মীগণ।
নাই কোন নিরাপত্তার বালায়,গণমাধ্যম কর্মী তার সঠিক তথ্য লিখলেই আসে উপর মহলের টেলিফোন।

আর দলের প্রভাব তো আছেই তাই গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা ও স্বাধীন ভাবে লেখার উৎস দিলেই ইনশাআল্লাহ
দেশ হবে, মাদক,সন্ত্রাস, মুক্ত।

শেখ ইব্রাহিম হোসেন
বার্তা-সম্পাদক দৈনিক পদ্মা সংবাদ
www.padmasangbad.com
e-mail : [email protected]
✆ +8801930856917/01888105799

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :