May 2, 2024, 2:04 am

সৃজনশীলতা আল্লাহর নিয়ামত!

দৈনিক পদ্মা সংবাদ। একটি দেশ-বিদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল।

লেখক এই শব্দ বর্ন অনেক ভাবেই জড়িয়ে আছে।বর্তমানের এই আধুনিক বিশ্বের বিভিন্ন দেশের মানুষ নানা ধরনের মন্তব্য বা ভাব প্রকাশ করে চলেছে এই লেখার মাঝে।
কেহ সাংবাদিক, সাহিত্য, কবি!

দুনিয়া যতই উন্নত দিকে এগিয়ে চলেছে তার সাথে সাথে যান্ত্রিক, টেকনোলজি ও পিছনে নেই। একের পরে এক আধুনিক করণ করে পৌঁছে যাচ্ছে মানুষের হাতের নাগালে।

মনে হয় গোটা বিশ্ব যেন হাতের মুঠোয়, মুদ্রিত কাগজের পাশাপাশি এখন ফুল ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে (অনলাইন) নিউজ পোর্টাল। এখন কোন সংবাদ ১২/২৪ ঘন্টার অপেক্ষার পহর গুনতে হয় না। ঠিক যখনি ঘটনা তখনি সংবাদ।

আর এই অনলাইন পোর্টাল আবিষ্কার হয়ে অনেকে রীতি মতো লিখে চলেছেন আবার কেহ লিখতে চান। কিন্তু এক শ্রেণির মানুষ সামনে দিয়ে না বললেও পিছন থেকে কড়া নারে।

এখানে হিংসা বা প্রতিযোগিতার কিছু নেই আপনি লেখেন দেশ ও জাতী নিয়ে।আপনার সৃজনশীলতা বিকাশে কেও কি আটকাতে পারে।

সৃজনশীলতা (আল্লাহর) দান। কথা বা লেখার প্রসঙ্গে লিখতে হয়,এখনকার মানুষ একে অপরের পিছনে যে ভাবে লেগেছে তাতে বর্তমানের সময়ে, কাজি নজরুল, বাংলা কবি জসিম উদ্দিন এদের তো ঠাই মিলতো না বলে বসতেন দূর ছাই তুই আবার কিসের কবি মাত্র ক্লাস সেভেন,এইট পড়ুয়া হাহাহা।

অথচ আজ তাদের নিয়ে পিএইচডি করা হচ্ছে।

যাহোক হিংসা নয় একজন লেখক জাতির বিবেক।
সত্যের ফুল ফুটুক তোমার কলমে,দেশ হোক সন্ত্রাস, মাদক মুক্ত।

লেখক।
শেখ ইব্রাহিম হোসেন।
বার্তা-সম্পাদক, দৈনিক পদ্মা সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :