April 24, 2024, 11:05 am

শার্শার গোগা সীমান্তে ভারতে পাচার কালে ১৬ পিস স্বর্ণের বার সহ পাচারকারী আটক

আরিফুজ্জামান আরিফ।।শার্শার গোগা সীমান্ত দিয়ে ভারতে পাচার করার সময় দেড় কোটি টাকার এক কেজি ৮৪৬ গ্রাম (১৬ পিস)স্বর্ণসহ জনি নামে এক পাচার কারী কে আটক হয়েছে।

বুধবার উপজেলার গোগা সীমান্ত থেকে তাকে ২১ বর্ডারগার্ড বাংলাদেশ ( বিজিবি) টহল দল আটক করে।

আটক জনি বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মিজানুর রহমান এর ছেলে।

গোগা বিজিবি ক্যাম্পের সুবেদার রেজাউল ইসলাম বলেন স্বর্ণ উদ্ধারের নেতৃত্ব দেন খুলনা বিজিবি ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান।

২১ বিজিবি অধিনায়ক লে, কর্নেল তানভীর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শার্শার গোগা সীমান্তের গোগা কলেজের সামনে পাকা রাস্তার উপর থেকে জনিকে মোটর সাইকেল থেকে আটক করা হয়। সে একটি মোটর সাইকেলের পিছনে বসে ছিল। এসময় তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে জোরে মোটর সাইকেল নিয়ে পালানোর সময় পিছন থেকে বিজিবি সদস্য ওই পাচার কারীকে জামার কলার ধরে নামিয়ে ফেলা হয়।

এসময় তার কোমর থেকে ১৬ পিস স্বর্ণের বার উদ্ধার হয়। যার ওজন এক কেজি ৮৪৬ গ্রাম। বাজার মুল্য এক কোটি ৫৩ লক্ষ ১২ হাজার ৫০০ শত টাকা।

উদ্ধারকৃত স্বর্ণ ও পাচারকারীকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :