April 26, 2024, 8:44 pm

সম্প্রীতি ও শান্তির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় লেখক ও গুণীজন সম্মেলন

জেলার সদর উপজেলার সোহাতা গ্রামের পীরবাড়িতে আজ অহিংসা, সম্প্রীতি ও শান্তির লক্ষ্যে লেখক, কবি ও গুণীজন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সদর উপজেলার সোহাতা গ্রামে অনুষ্ঠিত লেখক, কবি ও গুণীজন সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমীর চেয়ারম্যান কথা সাহিত্যিক সেলিনা হোসেন।
বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এই সম্মেলনের আয়োজন করে।
বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা নূরুল আবেদীনের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, অতিরিক্ত পুলিশ সুপার কবি নূরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সদস্যসচিব জাবেদ রহিম বিজন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মোহাম্মদ লোকমান হোসেন, সুহাতা দরবার শরীফের পীর কবি সূফী মুহাম্মদ নূরুন্নবী প্রমুখ।
বাংলা একাডেমীর চেয়ারম্যান দেশ বরেণ্য কথা সাহিত্যিক সেলিনা হোসেন অহিংসা, সম্প্রীতি ও শান্তির বার্তা সবার মধ্যে ছড়িয়ে দেয়ার আহবান জানিয়েছেন।
সম্মেলনে দেশের বিভিন্ন এলাকার কবি-সাহিত্যিকগণ অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :