April 16, 2024, 10:31 am

স্বাধীনতার ৩০ বছর পর!

বীর বাঙালি শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে
কবিতাটি উৎসর্গিতঃ

রাশিদা য়ে আশরার।

জীবন মৃত্যুর মাঝে-
আমি এক নিরন্ন মানুষ,
পেটে ক্ষুধার গলিত লাভা
ঠোটে জাগে বিষন্ন হাসি;
চোখে আমার বহুদিনের তন্দ্রা
ক্লান্তি ভরা জ্যোতি!

এক পা হারিয়ে গেছে
স্বাধীনতার ক্রান্তিলগ্নে-
আর এক পায়ে মানুষ নামের
শৃংখল যুক্ত বেড়ি,
তবুও ঠাঁয় এক পায়ে দাঁড়িয়ে আছি,
স্বাধীন নামের পরাধীন দেশে
স্বীকৃতি পাবো সেই বুভূক্ষ ক্ষুধায়;
দাওনি, দিয়েছো বিদ্রুপের হাসি
আর বিদ্বেষের আতশবাজি!

আমি বুলেট খেয়ে বেঁচে আছি
আরেকটি বুলেটে ঝাজরা করে দাও-
আমার বুকের পুঞ্জিভূত অবগুণ্ঠিত
দুরাশা!

কাব্যগ্রন্থ-অস্থির সময়ে ক্লান্ত পাখিরা-২০২০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :