ঝিনাইদহ প্রতিনিধিঃ
নো মাস্ক, নো সার্ভিস ক্রাশ প্রোগ্রাম ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এঁর নেতৃত্বে করোনা ভাইরাস কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শহরের ৫টি গুরুত্বপূর্ণ স্পটে; বঙ্গবন্ধু চত্বর, পায়রা চত্বর, আরাপপুর চত্বর, বাস টার্মিনাল এবং হামদহ চত্বর; জেলার সকল অফিসের কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে ক্রাশ প্রোগ্রাম শুরু হয়েছে। স্বাস্থ্য বিধি লঙ্ঘনকারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ। করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামুলক হ্যান্ডবিল, লিফলেট বিতরণ ও নানা শ্লোগান সম্বলিত ব্যানার, পোস্টার, প্লেকার্ড নিয়ে শহরের মোড়ে মোড়ে মানববন্ধন করা হয়। এ প্রোগ্রাম অব্যাহত থাকবে । স্বাস্থ্য বিধি মেনে চলুন, মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন।।
Leave a Reply