চুয়াডাঙ্গা ১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় ট্রেন আর ট্রলির নিচে নিহত ২

Padma Sangbad

অনলাইন ডেস্ক।।
খুলনায় ট্রেনে কাটা পড়ে আর ট্রলির নিচে চাপা পড়ে দুইজন নিহত হয়েছেন।খুলনা শহরের জোড়াগেট রেলক্রসিং আর জেলার তেরখাদা উপজেলার পশ্চিমপাড়া এলাকায় মঙ্গলবার বিকালে এসব দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতদের একজন হলেন তেরখাদা উপজেলার পশ্চিমপাড়া এলাকার আতিয়ার রহমান মোল্লার স্ত্রী রাবেয়া বেগম (৭৫)।
আরেক ব্যক্তির বয়স ৫০ বছর হতে পারে বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি।খুলনা জিআরপি থানার ওসি মো. ফয়েজুর রহমান বলেন, বিকাল সোয়া ৪টার দিকে খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেসের নিচে জোড়াগেট রেলক্রসিংয়ে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এই ব্যক্তি নিহত হন। তিনি রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন।
আর রাবেয়া বেগম নিহত হন বিকাল ৩টার দিকে।
তেরখাদা থানার ওসি মোহম্মাদ গোলাম মোস্তফা জানান, রাবেয়া রাস্তায় চলাচলের সময় ট্রলিচাপায় ঘটনাস্থলেই নিহত হন। এলাকাবাসী চুন্নু শেখ নামে চালকসহ ট্রলি আটক করে পুলিশে দিয়েছে।।

আপডেট : ১০:০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০

খুলনায় ট্রেন আর ট্রলির নিচে নিহত ২

আপডেট : ১০:০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০

অনলাইন ডেস্ক।।
খুলনায় ট্রেনে কাটা পড়ে আর ট্রলির নিচে চাপা পড়ে দুইজন নিহত হয়েছেন।খুলনা শহরের জোড়াগেট রেলক্রসিং আর জেলার তেরখাদা উপজেলার পশ্চিমপাড়া এলাকায় মঙ্গলবার বিকালে এসব দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতদের একজন হলেন তেরখাদা উপজেলার পশ্চিমপাড়া এলাকার আতিয়ার রহমান মোল্লার স্ত্রী রাবেয়া বেগম (৭৫)।
আরেক ব্যক্তির বয়স ৫০ বছর হতে পারে বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি।খুলনা জিআরপি থানার ওসি মো. ফয়েজুর রহমান বলেন, বিকাল সোয়া ৪টার দিকে খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেসের নিচে জোড়াগেট রেলক্রসিংয়ে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এই ব্যক্তি নিহত হন। তিনি রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন।
আর রাবেয়া বেগম নিহত হন বিকাল ৩টার দিকে।
তেরখাদা থানার ওসি মোহম্মাদ গোলাম মোস্তফা জানান, রাবেয়া রাস্তায় চলাচলের সময় ট্রলিচাপায় ঘটনাস্থলেই নিহত হন। এলাকাবাসী চুন্নু শেখ নামে চালকসহ ট্রলি আটক করে পুলিশে দিয়েছে।।