অনলাইন ডেস্ক।
ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে উগ্রপন্থী সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে দেশটির ৩ সীমান্তরক্ষী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই জন।
শুক্রবার ইরানের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, পশ্চিম আজারবাইজান প্রদেশের তারগাবার এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে সীমান্ত রক্ষীদের প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে তিন সীমান্তরক্ষী নিহত হওয়ার পাশাপাশি দুই জন আহত হয়েছেন।
সংঘর্ষে সন্ত্রাসীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
সংঘর্ষের এক পর্যায়ে ওই এলাকায় বাড়তি সেনা পাঠানো হয় এবং ইরানি বাহিনীর দৃঢ়তার মুখে সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়।
ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের সঙ্গে ইরাক ও তুরস্কের সীমান্ত রয়েছে এবং ওই এলাকায় প্রায়ই বিপ্লব-বিরোধী ও সন্ত্রাসীদের সঙ্গে ইরানের সীমান্তরক্ষীদের সংঘর্ষ হয়। এই সীমন্ত দিয়ে সন্ত্রাসীরা মাঝেমধ্যেই ইরানের ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করে।
Leave a Reply