কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলা ও পৌর
শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় শহরের এম.ইউ কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে এ প্রতিনিধি সভা
অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফাজ্জেল হোসেন তপনের সভাপতিত্বে
প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক
দলের সহ-সভাপতি আলহাজ¦ মোঃ জামির হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ তৈয়েবুর রহমান। বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ডি.জেড.এম হাসান বিন
শফিক সোহাগ, সহ-সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন নিটল, আকরাম
হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান মুন্না, এস.এম গালিব
ইমতিয়াজ নাহিদ, সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শহিদুল ইসলাম,
ইফতেখারুজ্জামান শিমুল, কোষাধ্যক্ষ আবু সাঈদ মোঃ কামরুজ্জমান জাপান, সহসাংগঠনিক সম্পাদক ইফতেখার সেলিম অগ্নি, ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক
দলের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, সহসাংগঠনিক সম্পাদক একরামুল হক হেলাল, রবিউল ইসলাম পলাশ, রবিউল ইসলাম
প্রমুখ। প্রতিনিধি সভা পরিচালনা করেন ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের
সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম।
এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ কালীগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন
পদে পদ প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করেন ও তাদের বক্তব্য শোনেন। শিগ্রই উপজেলা
ও পৌর শাখার নতুন কমিটি ঘোষণা করা হবে বলে কেন্দ্রীয় নেতারা জানান।
Leave a Reply