আজ ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুষ্টিয়ায় চিনিকল শ্রমিক-চাষীদের আন্দোলন কর্মসূচী

রোকনুজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি॥
৪ দফা দাবিতে কুষ্টিয়া চিনিকলে শ্রমিক-চাষী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকালে চিনিকলের প্রধান ফটকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। চিনিকল আখচাষী ফেডারেশন ও শ্রমিক-কর্মচারী ফেডারেশন যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করে। সমাবেশে বক্তারা বলেন, চলতি মাড়াই মৌসুমে দেশের ১৫টি চিনিকল একযোগে চালু করতে হবে। এটা না হলে কোন চিনিকল চালাতে দেওয়া হবে না। পাশাপাশি শ্রমিক-কর্মচারী ও আখচাষীদের পাওনা টাকা পরিশোধ করতে হবে। সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আখচাষী ফেডারেশনের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান আতু, কুষ্টিয়া চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান, শ্রমিক নেতা সাগর, শ্রমিক নেতা সুমন, রেনউইক যজ্ঞেশ্বর শ্রমজীবি ইউনিয়নের সভাপতি রিপন হোসেন, সাধারন সম্পাদক জাফর ইকবাল, যুগ্ন-সাধারন সম্পাদক শাফিকুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :