আজ ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দাম্পত্য কলহের জেরে স্বামীর নৃশংসতার আগুনে পুড়ল স্ত্রী

অনলাইন ডেস্ক।।
দাম্পত্য কলহের জেরে স্বামীর নৃশংসতার আগুনে পুড়ল স্ত্রী
শরীরে পেট্রোল ঢেলে স্বামীর দেয়া আগুনে পুড়ে এখন যন্ত্রণায় কাতরাচ্ছেন রাঙ্গুনিয়ার গৃহবধূ ইয়াসমিন। তার শরীরে ৪০ শতাংশই পুড়ে গেছে। এ ঘটনায় আটক হয়েছে পাষন্ড স্বামী সেলিম উল্লাহ রাফেল। চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছেন ইয়াসমিন আক্তার। দাম্পত্য কলহের জেরে তাকে পুড়িয়ে মারতে চেয়েছে পাষন্ড স্বামী সেলিম উল্লাহ রাফেল। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে রাঙ্গুনিয়ার পূর্ব কোদলা সন্দ্বীপ পাড়ায়।নির্যাতন সইতে না পেরে বাবার বাড়ি চলে যেতে চেয়েছিলেন ইয়াসমিন। এসময় মোটরসাইকেল থেকে পেট্রোল এনে গায়ে আগুন ধরিয়ে দেয় স্বামী রাফেল। এতে ঝলসে যায় কোমর থেকে পা পর্যন্ত। তাতেও থামেনি তার পৈশাচিকতা। তুলে নেয় ক্ষতস্থানের চামড়াও।স্বজনরা জানান, এমন বর্বর নির্যাতনের পর অনেকক্ষণ চিকিৎসা করতে দেয়নি রাফেল। পরে খবর পেয়ে সেখানে গিয়ে দরজা ভেঙ্গে ইয়াসমিনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্বজনরা। আগুনে ঝলসে গেছে ইয়াসমিনের শরীরের ৪০ ভাগ। ফলে তার অবস্থা আশংকাজনক বলছেন চিকিৎসকরা। ঘটনার পরপরই রাফেলকে আটক করে পুলিশ। আদালতে তার রিমান্ডের শুনানি হবে রোববার। সাত বছরের দাম্পত্য জীবনে রাফি নামে ৪ বছরের একটি সন্তান রয়েছে তাদের।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :