কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
৫ দফা দাবি আদায়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলের আখ চাষী ও শ্রমিক কর্মচারীরা।
শনিবার সকালে কারখানার প্রধান ফটকের সামনে ঝিনাইদহ যশোর মহাসড়কের এ কর্মসূচীর আয়োজন করে আখচাষী কল্যাণ সমিতি ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে কারখানার শ্রমিক কর্মচারী ও এলাকার কৃষকরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি ও শ্রমিক ফেডারেশনের আইন ও দরকষাকষি সম্পাদক গোলাম রসুল, আখ চাষি কল্যাণ সমিতির সাধারন সম্পাদক মাসুদুর রহমান মন্টু, চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক শরিফুল ইসলামসহ অন্যান্যরা।
এসময় বক্তারা, চিনিকল বন্ধের প্রক্রিয়া বাতিল, শ্রমিক ও আখচাষীদের বকেয়া পরিশোধ, মাড়াই মৌসুমের আগেই মালামাল সরবরাহ, আখ উৎপাদনে কৃষকদের সার, কীটনাশকসহ জরুরী উপকরণ সরবরাহসহ ৫ দফা দাবী জানান।
Leave a Reply