ইসরায়েলি অস্ত্রে মোহসেন ফখরিযাদেকে হত্যা, বলছে ইরানি টিভি

অনলাইন ডেস্ক।।
গত শুক্রবার এক হামলায় হত্যা করা হয় ইরানের পারমাণবিক কর্মসূচির প্রধান স্তম্ভ মোহসেন ফখরিযাদেকে। আর তাঁকে হত্যায় যে অস্ত্র ব্যবহার করা হয়েছে সেটি ইসরায়েলে তৈরি বলে জানিয়েছে ইরানের ইংরেজি ভাষার গণমাধ্যম প্রেস টিভি। রয়টার্স এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র ইরানের প্রেস টিভিকে জানিয়েছে, সন্ত্রাসী হামলার স্থান থেকে সংগ্রহ করা হয়েছে অস্ত্র। সেই অস্ত্রে ইসরায়েলি সামরিক শিল্পের লোগো এবং স্পেসিফিকেশন রয়েছে। ইরানি টিভির এমন দাবির প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী শামখানি দেশটির রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, এটি অত্যন্ত জটিল হত্যাকাণ্ড ছিল। দূরবর্তীভাবে বৈদ্যুতিক যন্ত্র দিয়ে চালানো হয়েছিল অভিযান।
ইসরায়েলের গোয়েন্দা বাহিনীকে উল্লেখ করে তিনি বলেন, আমাদের কাছে কিছু সূত্র আছে। এই ঘটনায় অবশ্যই ‘মোনাফেগিন’ গ্রুপ জড়িত ছিল। এর পেছনের রয়েছে জায়নিবাদী সরকার (ইসরায়েল) এবং মোসাদ।
সূত্র: রয়টার্স।