বাংলাদেশের অগ্রাধিকার সীমান্ত হত্যা বন্ধ ও এলওসি বাস্তবায়ন

Padma Sangbad

অনলাইন ডেস্ক।।
১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ভার্চ্যুয়াল বৈঠক হবে। এই বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ ও ভারতীয় ঋণ চুক্তির (এলওসি) প্রকল্পগুলো বাস্তবায়নে‌ গতি আনার বিষয়কে অগ্রাধিকার দেবে বাংলাদেশ।
দুই প্রধানমন্ত্রীর মধ্যে শীর্ষ বৈঠকের প্রস্তুতির অংশ হিসেবে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বাংলাদেশের অগ্রাধিকারের বিষয়গুলো নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, দুই দেশের প্রধানমন্ত্রীর ভার্চ্যুয়াল শীর্ষ বৈঠক ১৭ ডিসেম্বর বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে প্রায় দেড় ঘণ্টা চলতে পারে। এতে বাংলাদেশের জন্য অধিক জরুরি বিষয়গুলো উপস্থাপন করা হবে। এর মধ্যে রয়েছে হত্যাকাণ্ডবিহীন শান্তিপূর্ণ সীমান্ত, এলওসি প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়ন, পানি সহযোগিতা, বাণিজ্য সহজ করা, কোভিড-১৯ সহযোগিতা, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্‌যাপনসহ বিভিন্ন বিষয়। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ভার্চ্যুয়াল বৈঠকে বেশি আলোচনা করা যায় না এবং সে জন্য একটি যৌথ বিবৃতিতে সম্পূর্ণ বিষয়গুলো উঠে আসতে পারে।।

Tag :

Please Share This Post in Your Social Media

Update Time : ০১:০০:৫১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০

বাংলাদেশের অগ্রাধিকার সীমান্ত হত্যা বন্ধ ও এলওসি বাস্তবায়ন

Update Time : ০১:০০:৫১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০

অনলাইন ডেস্ক।।
১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ভার্চ্যুয়াল বৈঠক হবে। এই বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ ও ভারতীয় ঋণ চুক্তির (এলওসি) প্রকল্পগুলো বাস্তবায়নে‌ গতি আনার বিষয়কে অগ্রাধিকার দেবে বাংলাদেশ।
দুই প্রধানমন্ত্রীর মধ্যে শীর্ষ বৈঠকের প্রস্তুতির অংশ হিসেবে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বাংলাদেশের অগ্রাধিকারের বিষয়গুলো নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, দুই দেশের প্রধানমন্ত্রীর ভার্চ্যুয়াল শীর্ষ বৈঠক ১৭ ডিসেম্বর বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে প্রায় দেড় ঘণ্টা চলতে পারে। এতে বাংলাদেশের জন্য অধিক জরুরি বিষয়গুলো উপস্থাপন করা হবে। এর মধ্যে রয়েছে হত্যাকাণ্ডবিহীন শান্তিপূর্ণ সীমান্ত, এলওসি প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়ন, পানি সহযোগিতা, বাণিজ্য সহজ করা, কোভিড-১৯ সহযোগিতা, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্‌যাপনসহ বিভিন্ন বিষয়। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ভার্চ্যুয়াল বৈঠকে বেশি আলোচনা করা যায় না এবং সে জন্য একটি যৌথ বিবৃতিতে সম্পূর্ণ বিষয়গুলো উঠে আসতে পারে।।