চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চুয়াডাঙ্গায় সরকারি কর্মকর্তা-কর্মচারিরা প্রতিবাদ সমাবেশ করেছে। ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এ শ্লোগানকে সামনে রেখে আজ শনিবার বেলা ১১ টায় উপজেলা চত্বরে প্রতিবাদ সমাবেশ করে কর্মকর্তা-কর্মচারীরা। সমাবেশে কর্মকর্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর আঘাত মানে বাংলাদেশের ওপর আঘাত। যারা স্বাধীনতার বিরোধিতা করেছে, মুক্তিযুদ্ধ চায়নি, তারাই ভাস্কর্য ভেঙেছে। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।।
Leave a Reply