সবুজ শ্যামল এই দেশ
হৃদয় পটে আঁকা,
এই দেশেরই বুকে সে যে
আমার বেঁচে থাকা।
এই দেশের জমিন- মাটি
লক্ষ প্রাণের-ই দান,
বাংলা সে তো মায়ের মুখ
চির সবুজ অম্লান।
সকল ভাষার সেরা সে যে
আমাদের বাংলা ভাষা,
সবার আগে বাংলাদেশ
যে তো প্রথম ভালোবাসা।
নদী পাহাড় সবুজ বন
সোনালী ফসলের ছবি,
এইতো আমার চির চেনা
আলোকিত দেশের রবি।
আমার প্রিয় বাংলাদেশ
লক্ষ প্রাণের-ই দান,
আমরা যেন রাখতে পারি
প্রিয় মাতৃভূমির মান।
Leave a Reply