কাজিপুর সরঃ মনসুর আলী কলেজে মহান বিজয় দিবসে আলোচনা সভা ও ছাত্র-ছাত্রী নিবাসের ভিত্তিস্থাপন

মিজানুর রহমান মিনু, কাজিপুর সিরাজগঞ্জ
প্রতিনিধি।।
১৬ ডিসেম্বর বুধবার কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে মহান বিজয় দিবসে আলোচনা সভা ও ছাত্র-ছাত্রী নিবাসের ভিত্তিস্থাপন অনুষ্ঠিত হয়েছে।
কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের আয়োজনে দুপুর ১২ টায় কলেজ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসাবে পৃথকদুটি ৫ তলা ভবনের ভিত্তি স্থাপন করেন সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
পরে অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রকৌশলী তানভীর শাকিল জয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সহকারি অধ্যপক আহসান হাবিব, নির্বাহী প্রকৌশলী
আলতাব হোসেন প্রমূখ।
জানাগেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সরকারি কলেজসমূহে বিজ্ঞান শিক্ষা সম্প্রসারণ প্রকল্প (ফোসেপ) এর আওতায় পৃথকভাবে দুটি ঠীকাদারি প্রতিষ্ঠান প্রায় ৭কোটি টাকা ব্যায়ে ছাত্র-ছাত্রী নিবাস নির্মাণ করছেন।