আজ ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাটুয়ারপাড়া ইউপি সদস্য বকুল শেখ দ্বিতীয় বারের মতো জনগণের সেবা করতে চান

কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।
কাজিপুর উপজেলার ৯নং নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য বকুল শেখ দীর্ঘ ৫ বছর ১নং ওয়ার্ডের দক্ষিণ নাটুয়ারপাড়া ও উত্তর নাটুয়ারপাড়া গ্রামের জনগণের সেবা করেছেন।
তারই ধারাবাহিকতায় দ্বিতীয় বারের মতো জনগণের কাছে আশাবাদী যদি জনগণ পাশে থাকেন,তাহলে জনগণের সেবা করতে প্রস্তুত বকুল শেখ।
তিনি বলেন আমি ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আমার গ্রামের সকল জনগণের আপাদে বিপদে আমার বিশ্বাস যে আমাকে সার্বক্ষনিক কাছে পেয়েছে।
এ বিশ্বাস রেখে আমি দ্বিতীয় বারের মতো জনগণের পাশে থেকে সেবা করতে চাই।
জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে,নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদকে আধুনিক পরিষদে গড়ে তোলার লক্ষ্যে, ১নং ওয়ার্ডের ন
নাটুয়ারপাড়া গ্রামের উন্নয়ন চলমান রাখতে আমি ১০০% বিশ্বাস করি গ্রামের সকল জনগণ আমাকে সমর্থন করবে বলে আমি প্রত্যাশী।
যেহেতু জনগণের প্রতিনিধিত্ব করতে গিয়ে তাদের মেম্বর হিসেবে তাদের কাছ থেকে বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবা ভাতা কোনো টাকা নেয়নি।
এমনকি ভি জি টি কার্ডে এবং গর্ভকালীন ভাতাতে কোনো টাকা দিতে হয়নি আমাকে।
তাছাড়া ভিজিএফ,রেশন চাউল কার্ড ,বন্যায় সরকারী সকল সেবা সঠিক ভাবে পেতে কোন প্রকার হয়রানি ও প্রতারণা হতে হয়নি।
বিশ্বমহামারী করোনা ভাইরাস আক্রমণের হাত থেকে রক্ষা পেতে মানুষ যখন গৃহ বন্দী হয়ে পরেছিলেন তখন সরকারের বরাদ্দ খাদ্য সামগ্রী ইউপি চেয়ারম্যানের দিকনির্দেশনায় কর্মহীন মানুষের ঘরে ঘরে পৌছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলেও জানান তিনি।
তিনি আরও বলেন করোনা চলাকালীন শুধু সরকারের বরাদ্দই নয় ইউপি চেয়ারম্যানের উদ্যোগে ও নিজের ব্যাক্তিগত উদ্যোগে শত শত গৃহ বন্দী মানুষের ঘরে পৌছে দিয়েছি খাদ্য সামগ্রী।
এছাড়া ও সরকারী ঘর পেতে কোন প্রকার টাকা লেনদেন করতে হয়নি।
কৃষক সঠিক সময়ে তাদের বিভিন্ন ধরনের বীজ সহায়তা পেয়েছেন।
রাস্তা ঘাট সংস্কার ও কালভার্ট নির্মাণ হয়েছে বিগত দিনেরচে আরও বেশি, উন্নয়নের ছোয়া লেগেছে মসজিদ মাদ্রাসাতেও , সে বিশ্বাসে আমি দ্বিতীয় বারের মতো ১নং ওয়ার্ডের গ্রামের সকল জনগণের সেবা করতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :