মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধি।
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে ২২ জানুয়ারি শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে নির্বাচনী আচরণ বিধি ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক জনাব সরোজ কুমার নাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মুনতাসিরুল ইসলাম, পুলিশ সুপার ঝিনাইদহ। জনাব মোঃ রকোনুজ্জামান জেলা নির্বাচন অফিসার। জনাব মোঃ মহাইমিনুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল, জনাব মোঃ মাহবুবুল আলম অফিসার ইনর্চাজ কোটচাঁদপুর মডেল থানা। পৌর মেয়র পদ প্রাথী মোঃ শাহাজান আলী ( নৌকা) এস কে এম সালাউদ্দিন বুলবুল সিডল ( ধানের শীষ) বর্তমান পৌর মেয়র ও স্বতন্ত্র মেয়র পদ প্রাথী মোঃ জাহিদুল ইসলাম জিরে, ( নারিকেল গাছ) স্বতন্ত্র মেয়র পদ প্রাথী মোঃ সহিদুজ্জামান সেলিম,( মোবাইল ফোন) সাংবাদিক খোন্দকার আব্দুল্লাহ বাশার, সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম, এবং পৌরসভার ৯ টি ওয়ার্ডের পুরুষ ও মহিলা কাউন্সিলর পদ প্রাথী গন সহ বিভিন্ন গণমাধ্যম, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, উপজেলা প্রশাসন এর সকল কর্মকর্তা ও কর্মচারী বিন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সবার উদ্দেশ্য বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, এবং আগামী ৩০ শে জানুয়ারি শনিবার একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেবেন বলে আস্বস্ত করেন।
Leave a Reply