এইচএসসির ফল পেতে শিক্ষা বোর্ডের ৪ জরুরি নির্দেশনা

Padma Sangbad

অনলাইন ডেস্ক।
২০২০ সালের এইচএসসি ও সমমানের ফল প্রকাশের জন্য বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।
জানা গেছে, ২৯ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশের জন্য সময় চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ প্রস্তাব পাঠানো হয়েছে।
ফল প্রকাশের শেষ মুহূর্তে এসে ফলপ্রার্থীদের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে চারটি জরুরি নির্দেশনা দেয়া হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে ফলাফল সংগ্রহ করতে বলা হয়েছে।
নির্দেশনাগুলো হলো, এবার এইচএসসির ফলাফল শুধু অনলাইনে প্রকাশিত হবে। কোনো অবস্থায়ই ফলাফল প্রকাশের দিন শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না।
যারা মুঠোফোনের ক্ষুদে বার্তার মাধ্যমে ফলাফল পেতে ইচ্ছুক তাদের ফল প্রকাশের আগেই প্রি-রেজিস্ট্রেশন করতে হবে (HSCBoard name (First 3 letter) Roll)। ফল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফল পৌঁছে যাবে।
টেলিটক ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) থেকে ফল দেখা যাবে।
এছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Update Time : ০৮:৪৯:০৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১

এইচএসসির ফল পেতে শিক্ষা বোর্ডের ৪ জরুরি নির্দেশনা

Update Time : ০৮:৪৯:০৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১

অনলাইন ডেস্ক।
২০২০ সালের এইচএসসি ও সমমানের ফল প্রকাশের জন্য বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।
জানা গেছে, ২৯ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশের জন্য সময় চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ প্রস্তাব পাঠানো হয়েছে।
ফল প্রকাশের শেষ মুহূর্তে এসে ফলপ্রার্থীদের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে চারটি জরুরি নির্দেশনা দেয়া হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে ফলাফল সংগ্রহ করতে বলা হয়েছে।
নির্দেশনাগুলো হলো, এবার এইচএসসির ফলাফল শুধু অনলাইনে প্রকাশিত হবে। কোনো অবস্থায়ই ফলাফল প্রকাশের দিন শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না।
যারা মুঠোফোনের ক্ষুদে বার্তার মাধ্যমে ফলাফল পেতে ইচ্ছুক তাদের ফল প্রকাশের আগেই প্রি-রেজিস্ট্রেশন করতে হবে (HSCBoard name (First 3 letter) Roll)। ফল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফল পৌঁছে যাবে।
টেলিটক ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) থেকে ফল দেখা যাবে।
এছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।