আজ ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝিনাইদহের পৌরসভা নির্বাচনে হরিণাকুন্ডুতে নৌকার প্রার্থী ও কোটচাঁদপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফারুক হোসেন ও কোটচাঁদপুর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোবাইল প্রতীক নিয়ে শহিদুজ্জামান সেলিম জয়ী হয়েছেন। হরিণাকুন্ডু নৌকার প্রার্থী ফারুক হোসেন পেয়েছেন ৭ হাজার ৩৪৭ ভোট। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম টিপু মল্লিক জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৬৩৪ ভোট। অন্যদিকে কোটচাঁদপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শহিদুজ্জামান সেলিম পেয়েছেন ৮ হাজার ৩৪২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বদ্দ্বিতায় ধানের শীর্ষের প্রার্থী সালাউদ্দিন বুলবুল সিডল পেয়েছেন ৭ হাজার ১১৯ ভোট। ঝিনাইদহের এই দুটি পৌরসভায় সকাল থেকে ভোট গ্রহণ বিকাল পর্যন্ত চলে। কোটচাঁদপুরে শান্তিপূর্ণভাবে ভোট হলেও হরিণাকুন্ডুতে কয়েকটি ঘটনার মধ্যে দিয়ে ভোট গ্রহণ শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :