কলকাতাকে রাজধানী করার দাবি মমতার

Padma Sangbad

অনলাইন ডেস্ক।।
শুধু দিল্লি নয়, ভারতের রাজধানী হওয়া উচিত ৪টি। তার মধ্যে একটি হওয়া উচিত কলকাতা। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার নেতাজি জয়ন্তীতে সরাসরি দাবি তুলেছেন।
মমতার কথায় দিল্লি-নির্ভরতার বাইরে বেরিয়ে কলকাতাসহ দেশের চার প্রান্তে চারটি রাজধানী করা দরকার। এ নিয়ে সংসদে দলীয় সাংসদদের সক্রিয় হওয়ার নির্দেশও দিয়েছেন তৃণমূলের এ নেত্রী।
আনন্দবাজার জানায়, ভারতের স্বাধীনতার অন্যতম নেতা সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে শনিবার শ্যামবাজার থেকে রেড রোড পর্যন্ত দীর্ঘ পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী। মিছিলের শেষে বক্তৃতায় তিনি দাবি তোলেন, ‘ভারতের দক্ষিণ, উত্তর, পূর্ব এবং উত্তর-পূর্ব— এই চারটি প্রান্তে চারটি রাজধানী হোক। দিল্লিতে কী আছে? কেন একটা জায়গায় সংসদ সীমাবদ্ধ থাকবে?’
এসময় দেশে ৪ রাজধানীর পাশাপাশি সংসদের অধিবেশনেরও বিকেন্দ্রীকরণ চেয়েছেন মমতা। তার দাবি, ‘‘ঘুরিয়ে ঘুরিয়ে চারটি জায়গায় অধিবেশন হোক। আমরা সকলের জন্য বলছি। দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। ওয়ান লিডার, ওয়ান নেশনের মূল্য কী আছে?’।

Tag :

Please Share This Post in Your Social Media

Update Time : ০১:২০:২৩ পূর্বাহ্ণ, রবিবার, ৩১ জানুয়ারি ২০২১

কলকাতাকে রাজধানী করার দাবি মমতার

Update Time : ০১:২০:২৩ পূর্বাহ্ণ, রবিবার, ৩১ জানুয়ারি ২০২১

অনলাইন ডেস্ক।।
শুধু দিল্লি নয়, ভারতের রাজধানী হওয়া উচিত ৪টি। তার মধ্যে একটি হওয়া উচিত কলকাতা। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার নেতাজি জয়ন্তীতে সরাসরি দাবি তুলেছেন।
মমতার কথায় দিল্লি-নির্ভরতার বাইরে বেরিয়ে কলকাতাসহ দেশের চার প্রান্তে চারটি রাজধানী করা দরকার। এ নিয়ে সংসদে দলীয় সাংসদদের সক্রিয় হওয়ার নির্দেশও দিয়েছেন তৃণমূলের এ নেত্রী।
আনন্দবাজার জানায়, ভারতের স্বাধীনতার অন্যতম নেতা সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে শনিবার শ্যামবাজার থেকে রেড রোড পর্যন্ত দীর্ঘ পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী। মিছিলের শেষে বক্তৃতায় তিনি দাবি তোলেন, ‘ভারতের দক্ষিণ, উত্তর, পূর্ব এবং উত্তর-পূর্ব— এই চারটি প্রান্তে চারটি রাজধানী হোক। দিল্লিতে কী আছে? কেন একটা জায়গায় সংসদ সীমাবদ্ধ থাকবে?’
এসময় দেশে ৪ রাজধানীর পাশাপাশি সংসদের অধিবেশনেরও বিকেন্দ্রীকরণ চেয়েছেন মমতা। তার দাবি, ‘‘ঘুরিয়ে ঘুরিয়ে চারটি জায়গায় অধিবেশন হোক। আমরা সকলের জন্য বলছি। দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। ওয়ান লিডার, ওয়ান নেশনের মূল্য কী আছে?’।