আজ ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারী কাউন্সিলর পদে তৃতীয় লিঙ্গের দিথীর জয়লাভ

অনলাইন ডেস্ক।।
অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে নারী কাউন্সিলর পদে তৃতীয় লিঙ্গের দিথী খাতুন জয়লাভ করেছেন। তাকে নিয়ে ভোটারদের মধ্যে এক ভিন্ন রকম উৎসাহ-উদ্দীপনা ও কৌতূহল তৈরি হয়েছিল। অবশেষে সেই দিথীই এবারের এ নির্বাচনে ২ হাজার ১৭৯ ভোট পেয়ে পৌরসভার ৩ নং আসনে (৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের) সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে জয়লাভ করেেছন।মানুষের কল্যাণে কাউন্সিলর প্রার্থী দিথী সবখানেই পরিচিত মুখ। আলোচিত প্রার্থীও বটে। সকলেই জেনে গেছেন এই প্রার্থীর নাম। নারী কাউন্সিলর প্রার্থী তৃতীয় লিঙ্গের দিথী খাতুনের নির্বাচনী প্রতীক ছিল ‘আংটি’। তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী এই প্রার্থী এ নির্বাচনে জয়লাভ করতে পারবেন কিনা তা নিয়ে সাধারন মানুষের ছিল ভীষণ কৌতূহল। এর আগে ২০১৫ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে তিনি অংশ গ্রহন করেন। সেই নির্বাচনে তিনি দ্বিতীয় সর্বোচ্চ ভোট পান। এতে তিনি নিরাশ হননি এবারও তিনি দৃড় মনোবল নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে। শেষ পর্যন্ত তিনি বিপুল ভোটে জয়লাভও করলেন। তাঁর প্রতিদ্বদ্বী অন্য প্রার্থীরা হলেন, আনারস প্রতীকে শাহানাজ খাতুন, চশমা প্রতীকে রূপা খাতুন, জবাফুল প্রতীকে হাসিনা আক্তার ও টেলিফোন প্রতীকে জাহানারা খাতুন। দিথী খাতুন তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, জনপ্রতিনিধিত্বের মাধ্যমে সমাজের মূলধারায় তিনি চলে আসবেন। মানুষ হিসেবে মানুষের পাশে থেকে সেবা করবেন। সমাজের মূলধারার সাথে সম্পৃক্ত হয়ে তারাও সমাজ উন্নয়নে অবদান রাখতে প্রতিশ্রুতিশীল তিনি সেটি প্রমাণ করতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :