কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকিব হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার বিকেল ৪ টার দিকে উপজেলার গান্না সড়কের কৃষি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব হোসেন শহরের থানাপাড়ার মুরগীহাট এলাকার আবু বক্করের ছেলে। গতকাল সে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স শেষ বর্ষের পরীক্ষা সম্পন্ন করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেলে কৃষি অফিসের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অন্য একটি মোটরসাইকেল পাশ কাটিয়ে বের হয়ে যায়। অন্য মোটরসাইকেলটি পালিয়ে গেলেও রাকিব নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই সে নিহত হয়।
কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে
Leave a Reply