আজ ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চুয়াডাঙ্গা জেলার ২ পৌরসভায় জীবননগর ও আলমডাঙ্গায় নৌকার প্রার্থী বিজয়ী

অনলাইন ডেস্ক।
চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে ১৩ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী শাহাজাহান কবীর ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৭৬ ভোট।
জীবননগর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে আবারও জয়ী হয়েছেন তিনবারের নির্বাচিত মেয়র (নৌকা প্রতীক) হাসান কাদির গনু। ৭ হাজার ৬৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত আওয়ামী লীগের মনোনীত এই প্রার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী মোবাইল প্রতীকে পেয়েছেন ৬ হাজার ১২৩ ভোট এবং বিএনপির মনোনীত প্রার্থী সাবেক মেয়র মীর মহিউদ্দিন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৫৮ ভোট।
আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :