অনলাইন ডেস্ক।
প্রবীণ, বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান এবার সত্যি সত্যি চলে গেলেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সূত্রাপুরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
এর আগে, এই অভিনেতার মৃত্যু নিয়ে বেশ কয়েকবার গুজব ছড়িয়ে পড়ে। তবে সেই সব খবর গুজব হলেও এবার সত্যি সত্যি মারা গেলেন তিনি।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মেয়ে কোয়েল আহমেদ।
তিনি বলেন, আব্বা আর নেই। আব্বা আর নেই। শুক্রবার বিকেলে আব্বাকে বাসায় নিয়ে আসছিলাম। উনি হাসপাতালে থাকতে চাইছিলেন না। তাই বাসায় নিয়ে আসছিলাম। অথচ বাসায় এনে আব্বাকে আর বাঁচানো গেলো না।
Leave a Reply