আজ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কোটচাঁদপুরে ট্রেন লাইনচ্যুত ঘটনায় ৮ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধি।
ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ২টি বগি লাইনচ্যুতের সাড়ে ৮ ঘন্টা পর খুলনার সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রাত দেড়টার দিকে এ ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সোমাবার বিকাল সাড়ে ৫ টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুরে আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এঘটনার সাড়ে ৪ ঘন্টা পর উদ্ধার কাজ শুরু হয়। রাত সাড়ে ১০ টার দিকে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন আসার পর উদ্ধার কাজ শুরু করে। দূর্ঘটনায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।
কোটচাদপুর ষ্টেশন মাষ্টার গোলাম মোস্তফা জানান, বিকাল ৫ টার দিকে ঢাকা থেকে খুলনাগামী সুন্দনবন এক্সপ্রেস ট্রেনটি কোটচাঁদপুর স্টেশন এলাকায় পৌঁছালে পেছনের ২ টি বগি লাইচ্যুত হয়ে পড়ে। এতে বন্ধ হয়ে যায় খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ। এঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :