নোয়াখালী প্রতিনিধি।।
“মুজিব বর্ষের অঙ্গিকার, বীমা হোক সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে যথাযথ মর্যাদায় জাতীয় বীমা দিবস ২০২১ পালিত হয়েছে। তবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর সিদ্ধান্ত মোতাবেক করোনা সংক্রমণ পরিস্থিতির কথা বিবেচনা করে সারা দেশের ন্যায় নোয়াখালীতেও সীমিত পরিসরে দিবসটি পালন করা হয়।
পহেলা মার্চ সোমবার সকালে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা প্রশাসক মো: খোরশেদ আলম খান বেলুন উড়িয়ে জাতীয় বীমা দিবসের উদ্বোধন করে। এর আগে বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের ব্যানারে সীমিত পরিসরে বীমাকর্মীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান করেন।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু ইউসুফ এর সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ে বীমা প্রতিনিধিদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: খোরশেদ আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আলমগীর হোসেন।।
Leave a Reply