চুয়াডাঙ্গা প্রতিনিধি ।।” বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরী নয়” এ শ্লোগানকে ধারন করে চুয়াডাঙ্গায় জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, অতিরিক্ত জেলা প্রশাসক মুনিরা পারভীনসহ অনেকে। পরে ১২ জন নতুন ভোটারের হাতে স্মার্ট কার্ডসহ তুলে দেয়া হয়। এর আগে বেলুন ও কবুতর উড়িয়ে দিবসের সুচনা করা হয়।
Leave a Reply