দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর রেলস্টেশনের পাশে ট্রেনের ধাক্কায় আকিব হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে মালবাহী ট্রেনের ধাক্কায় কার মৃত্যু হয়। আকিব হোসেন জয়রামপুর গাতিরপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদশীরা জানায়, জয়রামপুর রেলস্টেশনের পাশে শিশুটি খেলতে খেলতে রেললাইনের ওপরে উঠে পড়ে। এ সময় খুলনাগামী মালবাহী ট্রেনটি তাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply