আজ ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রিটনি স্পিয়ার্সের বাবা মেয়ের মঙ্গলের জন্যই সব করেছেন

অনলাইন ডেস্ক।।
১২ বছর আগে গায়িকা ব্রিটনি স্পিয়ার্স মানসিক ভারসাম্য হারাবার পর হাসপাতালে ভর্তি হন এবং পরে আসক্তি নিরাময়ের জন্য তাকে রিহ্যাবে স্থানান্তর করা হয়। সেই থেকে মেয়ের দেখভালের ভার তার বাবা জেমি স্পিয়ার্স পালন করে আসছেন। ব্রিটনির বাবার দাবি সেই থেকে তিনি যে সিদ্ধান্ত নিয়ে আসছেন সবই তার কন্যার মঙ্গলার্থে। সিএনএনের সঙ্গে এক সাক্ষাতকারে স্পিয়ার্স সিনিয়র জানিয়েছেন তার আশা একসময় তার এই অভিভাবকত্বের ভার শেষ হবে যখন আদালত ব্রিটনির আর্থিক বিষয়গুলো তদারকের জন্য একজন আইনি ব্যবস্থাপককে দায়িত্ব দেবে। মি. স্পিয়ার্সের এই ইচ্ছা তার আইনজীবীর ভাষ্যে : “জেমি মন থেকে দেখতে চান ব্রিটনির এমন কোনও প্রয়োজন হবে না। তবে এমন অভিভাবকত্ব প্রত্যাহারের বিষয়টি পুরোই ব্রিটনির ওপর নির্ভর করছে, তিনি এর অবসানের জন্য আদালতে আবেদন করতে পারেন।” মি. স্পিয়ার্সের আইনজীবী ভিভিয়ান লি থোরিন বলেন : “তিনি একেবারে নিখুঁত বাবা এমন দাবি করেন না জেমি, তিনি আশা করেন না তাকে বর্ষসেরা বাবার খেতাব দেয়া হবে। তিনি সবসময় ব্রিটনির ওপর নজরও রাখতে চান না। তবে তিনি বিশ্বাস করেন মেয়ের মঙ্গলের জন্যই তিনি সব সিদ্ধান্ত নিয়ে এসেছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :