শিরোনাম :
কোটচাঁদপুরে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
Padma Sangbad

মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধি।।
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নের ফুলবাড়ি স্কুলপাড়ায় আব্দুল্লাহ (৪) নামে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ই মার্চ) বুধবার দুপুরে উপজেলার ফুলবাড়ি স্কুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি একই গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
এলাকাবাসী জানান, আনুমানিক দুপুর ১টার দিকে আমিরুল ইসলামের বাড়ির সামনের পুকুরপাড়ে শিশু আব্দুল্লাহ খেলা করছিল। এক পর্যায়ে সবার চক্ষুর আড়ালে সে পুকুরের পানিতে পড়ে যায়।
পরে শিশুটির দেহ পানিতে ভেসে উঠলে স্থানীয় প্রতিবেশিরা দেখলে চিৎকার ও কান্নাকাটিতে এলাকাবাসী শিশুদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
Tag :