আজ ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চুয়াডাঙ্গায় কেক কেটে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জামান আখতার :
বাংলাদেশ প্রতিদিনের এক যুগে পদার্পন উপলক্ষে চুয়াডাঙ্গায় আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাকক্ষে এসব অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় জনপ্রিয় দৈনিক মাথাভাঙ্গার প্রকাশক-সম্পাদক সরদার আল আমিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ প্রতিদিনের চুয়াডাঙ্গা প্রতিনিধি জামান আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল উদ্দীন জোয়ার্দ্দার, সহ-সাধারণ সম্পাদক ইসলাম রকিব, অর্থ সম্পাদক আতিয়ার রহমান, দপ্তর সম্পাদক আবুল হাশেম ও নির্বাহী সদস্য রফিক রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি সরদার আল আমিন বলেন, একটানা এক যুগ পাঠক প্রিয়তা পাওয়া বাংলাদেশের যেকোনো পত্রিকার জন্য এক অনন্য ব্যাপার। সে হিসেবে বাংলাদেশ প্রতিদিন অসাম্প্রদায়িক চেতনা লালন করে পাঠকের মণিকোঠায় স্থান করে নিয়েছে।
আলোচনা সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে বাংলাদেশ প্রতিদিন অল্প সময়ের মধ্যেই পাঠকপ্রিয় দৈনিকে পরিণত হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে পত্রিকাটিকে সত্য প্রকাশে আপসহীন ভূমিকায় থাকতে হবে।
সমাজের অন্ধকারকে পিছনে ফেলে আলোকিত বাংলাদেশ গড়তে বাংলাদেশ প্রতিদিন অতীতের মতো অগ্রণী ভূমিকা রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :