চুয়াডাঙ্গা প্রতিনিধি :‘আত্ম দর্শনই সত্য দর্শন’ এই স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় শাহ সূফী হযরত মৌলভী কেনায়েত আলী নক্শবন্দিয়া (র.) এর ৮১তম পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে শহরের মাঝেরপাড়ায় পীর সাহেবের দরবার শরীফ প্রাঙ্গণে এ ওরশ অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, সকাল থেকেই দূর দূরান্ত থেকে পীর সাহেবের ভক্তবৃন্দ দরবার শরীফ প্রাঙ্গণে আসতে শুরু করেন। পীর সাহেবের ছেলে ডা. শহীদুল ইসলাম নক্শবন্দিয়া এতে সভাপতিত্ব করেন। সন্ধ্যার পর শুরু হয় মূল বয়ান। বিভিন্ন এলাকা থেকে আগত আলেমবৃন্দ রাতভর নক্শবন্দিয়া তরিকার বিষয়ে বিষদ আলোচনা করেন। দরবারের ভক্তবৃন্দ এ ওরশের আয়োজন করে।।
Leave a Reply