নোয়াখালী প্রতিনিধি-
নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায় নিখোঁজের এগার ঘন্টা পর এক চা দোকানির রক্তাক্ত মরদেহ ধান ক্ষেত থেকে উদ্ধার করেছে কবিরহাট থানা পুলিশ। নিহত চা দোকানির নাম মোহাম্মদ হানিফ মিয়া ওরফে ননা মিয়া (৮০)। তিনি উপজেলার বাটইয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল আজিজের ছেলে এবং পূর্ব শ্রীনদ্দী গ্রামের কাগজির টেকের চা দোকানের ব্যবসা করতেন।বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে একই এলাকার মরহুম ইসমাইল মিয়ার বাড়ির পাশের ধানক্ষেত থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের ছেলে মহিন উদ্দিন জানান, তার বাবা গতকাল বুধবার (১৭ মার্চ) রাত ৭টার সময় কাগজির টেক থেকে নতুন পুকুরের উদ্দেশ্যে যায়। তার রাত ৯টায় বাড়ীতে আসার কথা ছিল। তিনি বাড়িতে না আসায় সারা রাত খোঁজাখুঁজির করার পর বৃহস্পতিবার সকাল ৬ টার সময় মরহুম ইসমাইল মিয়ার বাড়ীর পাশে জমিতে তাঁর রক্তাক্ত মরদেহ দেখতে পাওয়া যায়। মরদেহের কানে জখম, ঘাড়ে ও নাকে ফুলা জখম আছে। কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply