চুয়াডাঙ্গা প্রতিনিধি।। ‘বাংলাদেশের এক অনন্য অর্জন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় দুই দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে ওই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এসে শেষ হয়। পরে উন্নয়ন মেলা উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেকসহ অন্যরা।
দুই দিনব্যপী উন্নয়ন মেলায় সরকারি বিভিন্ন দফতরের ২১ টি স্টল রয়েছে। পরে স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
Leave a Reply