April 26, 2024, 2:49 am

বাগেরহাটের মোংলা ইপিজেডের আগুন ছয় ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

অনলাইন ডেস্ক।
বাগেরহাটের মোংলা ইপিজেডের ভিআইপি-১ কারখানায় লাগা আগুন ছয় ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। তবে এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের দাবি, পেট্রোলিয়াম জাতীয় দাহ্য পদার্থের কারণেই মোংলা ইপিজেডের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। তবে আগুন ছড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবন নেই বলেও জানিয়েছেন তারা।

এর আগে বিকেল সাড়ে ৩টায় ভিআইপি-১ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় কারখানায় কতজন শ্রমিক কাজ করছিলেন তা জানা যায়নি। আগুন লাগার পরপরই তারা বাইরে বেরিয়ে আসেন।

আরও পড়ুন: বিয়ের আসর চলছিল, হঠাৎই দাউদাউ করে জ্বলে উঠল চারপাশ, ধানবাদে আগুনে পুড়ে মৃত ১৪

ভিআইপি-১ কারখানার প্রধান এইচআর এডমিন মো: মিজান জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত। সেই থেকে এখন পর্যন্ত আগুন জ্বলছে। খবর পেয়ে মোংলা ইপিজেড, মোংলা নৌবাহিনী, মোংলা বন্দর ও বাগেরহাট ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনে ফ্যাক্টরীটির একতলা বিশিষ্ট পুরো ফ্লোর পুড়ছে।

ইপিজেডের নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ সিদ্দিক বলেন, এ অগ্নিকাণ্ডে কেউই দগ্ধ বা হতাহত হয়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে আগুন শুধু একতলা বিশিষ্ট ভিআইপি-১ কারখানাতেই সীমাবদ্ধ রয়েছে।

এ ঘটনায় তদন্ত কমিটি করা হবে বলেও জানান তিনি। তবে সংশ্লিষ্টরা বলছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :