আজ ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কোটচাঁদপুরে পৌর- ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুত হচ্ছেন প্রার্থীরা

মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
আগামী পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ১ টি পৌরসভা ও ৫টি ইউনিয়নে বইছে নির্বাচনী মৃদু হাওয়া। চলছে আগাম নির্বাচনের প্রস্তুতি ও নানান জল্পনা-কল্পনা। তবে গত নির্বাচনের তুলনায় এ নির্বাচনে একাধিক চেয়ারম্যান ও মেম্বার পদ প্রার্থীর প্রাণবন্ত উচ্ছ্বাসে সরগরম হয়ে উঠছে বিভিন্ন চায়ের দোকান, হোটেল-রেস্তোরাঁ, হাটে, ঘাটে, মাঠে ও নিজ বাসাবাড়িতেও, প্রতিটি এলাকার জনসাধারণের কদর বাড়তে শুরু করেছে, নির্বাচনে অংশ গ্রহণকারিরা হিসাব করতে শুরু করেছেন ব্যক্তিগতভাবে কে কতটা পারফরম্যান্স করেছেন, কতটা জনপ্রিয়তা অর্জন করেছেন, কে কতটা জনবান্ধব, আগামীতে কিভাবে নির্বাচনে নিজেকে উপস্থাপন করবেন। ইতোমধ্যে নতুন-পুরাতন নির্বাচনমুখী হওয়া ইচ্ছুক ব্যক্তিদের স্ব স্ব এলাকায় ঘনঘন আনাগোনা দেখা যাচ্ছে, যেখানে সেখানে দেখা হলে সালাম বিনিময় করছেন , ব্যানার ফেস্টুনের মাধ্যমে বিভিন্ন উৎসবে ও বিশেষ বিশেষ দিনে ইউনিয়ন বাসিকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছেন। জনসাধারণকে খোঁজখবর নিচ্ছেন, কেউ অসুস্থ হলে ফলমূল নিয়ে দেখতে যাচ্ছেন, হাসপাতালে এলাকার কোন রোগী ভর্তি হলে তার সার্বিক খোঁজখবর নিচ্ছেন, চিকিৎসা বাবদ অর্থ সহায়তা করছেন, কোথাও কোনো সমস্যা হলে যথাযথ সমস্যার সমাধান করার চেষ্টা করছেন, কোন হামলা মামলা হলে বুঝিয়ে শুনিয়ে তা দ্রুত মীমাংসা করার চেষ্টা করছেন, কেউ কোন সমস্যার কথা জানালে তা যথা সম্ভব তাৎক্ষনিক ভাবে মিটিয়ে দিচ্ছেন, কোন পরিবারের ছেলেমেয়েরা অর্থাভাবে লেখাপড়া না করতে পারলে খরচ বহন করার প্রতিশ্রুতি সহ নানান প্রতিশ্রুতি জোয়ারে ভাসিয়ে দিচ্ছেন প্রার্থীরা, চায়ের দোকান বা বিভিন্ন জায়গায় বসে জনসাধারণের মতিগতি বুঝে নমনীয় প্রাণজল ভাষায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অসহায় ব্যক্তিদেরকে নিয়মিত খোঁজ রাখছেন, কারণ বসত জনসাধারণের বাড়িতে স্বশরীরে যেতে না পারলেও মোবাইল ফোনের মাধ্যমে খোঁজখবর নিচ্ছেন, বিভিন্ন সরকারি অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে, ত্রাণ বিতরণের মাধ্যমে, খাদ্য সহায়তার মাধ্যমে, করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন পরামর্শের মাধ্যমে নিজেকে তুলে ধরার ইচ্ছা প্রকাশ করছেন, এভাবেই এগিয়ে যাচ্ছেন আগামী নির্বাচনে নতুন-পুরাতন নির্বাচনমুখী একাধিক প্রার্থীরা । অনেকেই মুখ ফুটে না বললেও তাদের কথাবার্তা ও কর্মকৌশলে বোঝা যাচ্ছে তারাও নির্বাচন করবেন, প্রার্থীরা রুচিসম্মত পোশাক পায়জামা-পাঞ্জাবি পরে সুন্দর মিষ্টি আচরণের মাধ্যমে সৎ যোগ্য ন্যায় নিষ্ঠাবান হিসাবে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন, ইতোমধ্যে নবাগত কয়েকটি প্রার্থী নির্বাচনে আগাম প্রস্তুতি নিয়ে মাঠে ময়দানে কার্যক্রম চালাতে দেখা যাচ্ছে, নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিবৃতি দিচ্ছেন, একে অপরের বিরুদ্ধেও দোষ ত্রুটি গুলো জনসাধারণের মাঝে তুলে ধরছেন। লালিত স্বপ্নের সুবর্ণময় দিন যতো ঘনিয়ে আসছে প্রার্থীরা ততো তাড়াতাড়ি নিজেকে গুছিয়ে তোলায় ব্যস্ত হয়ে পড়ছেন। আসছে সামনে নির্বাচন এব্যাপারে ইউনিয়ন এর একাধিক ব্যাক্তি নাম প্রকাশে অনিচ্ছুক সাধারণ ভোটার জানান, আসছে আগামী নির্বাচনে আর ভুল করতে রাজি নই, এই নির্বাচনে দেখেশুনে সৎ যোগ্য শিক্ষিত জনবান্ধব, জনগণের ভালোবাসবে, নিয়মিত খোঁজ রাখবে, জনগণকে যথাযথ মূল্যায়ন করবে, কোন কালক্ষেপণ না করে যথাসময়ে ইউনিয়ন সেবা দিয়ে যাবে আমরা সে ধরণের প্রতিনিধিকেই আমাদের মূল্যবান ভোট প্রদানের মাধ্যমে বেছে নিবো-ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :