চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আরও ২ জনের

পদ্মা সংবাদ ডেস্ক: সড়কে মৃত্যুর মিছিলে আরও দুই জনের মৃত্যু হয়েছে চুয়াডাঙ্গায়।গত শনিবার ৬ জন নিহতের পর রোববার আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় জেলায় আরও ২ জন নিহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে , রোববার ভোর ৫ টার দিকে জেলার দর্শনা বাসস্ট্যান্ডে নৈশকোচ উত্তরা ইউনিক পরিবহন একটি লাটাহাম্বারকে (শ্যালোইঞ্জিন চালিত গাড়ি) ধাক্কা দিলে এর চালক গুরুত্বর জখম হয়। তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে দুপুর ১২দিকে তার মৃত্যু হয়। নিহত সাগর ওরফে পিন্টু (৩৫) ঝিনাইদহ জেলার মহেশপুর থানার কুশোডাঙ্গা গ্রামের বাসিন্দা।
এদিকে দুপুর দেড়টার দিকেচুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের হাতিকাটা এলাকায় ঢাকাগামী চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধ (৬৫) মারা গেছেন। তার পরিচয় জানা যায়নি। লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা আছে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান জানান, নিহত বৃদ্ধের কাছে একটি প্রেসক্রিপশন পাওয়া গেছে। তাতে লেখা আছে-তাহাজ উদ্দিন। পরিচয় খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।