সাংবাদিক মোঃ ইমরান নাজিরঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ৪নং কুড়ুলগাছি ইউনিয়নে মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার”
এই স্লোগান বাস্তবায়নের লক্ষে-
৪নং কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদে,
বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করেছেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শনা থানার ওসি জনাব #মোঃমাহাবুব_রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব
#কনক_কুমার_দাস। বিশেষ অতিথি ছিলেন কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান #শাহ্_মোঃএনামূল_করীম (ইনু)।
আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি,ওয়ার্ড কমিটির সদস্যবৃন্দ এবং ইউপি সদস্যবৃন্দ ও অত্র ইউনিয়নের গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
Leave a Reply