মোঃ পলাশ উদ্দীন (১৯-০৮-২০):
চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস শুকুর বাঙালীর মৃত্যু হয়েছে। এছাড়াও উপসর্গ নিয়ে মারা গেলেন আরো চারজন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, মঙ্গলবার বিকালে করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস শুকুর বাঙালী। এছাড়া করোনা উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের হলুদ জোনে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে। তারা হলেন, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পিরপুর কুল্লা গ্রামের আব্দুস সাত্তার (৬৫), চুয়াডাঙ্গা পৌর এলাকার কোর্টপাড়ার নিগার সুলতানা (৪৬), মুক্তিপাড়ার মাজেদা বেগম (৭০) ও জীবননগর পোস্ট অফিসপাড়ার পরিবহন ব্যবসায়ী জহুরুল ইসলাম খোকন।
এদিকে ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৯১ জনে। মারা গেছেন ২৩ জন।
Leave a Reply