অনলাইন ডেস্ক: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে সিলেট সার্কিট হাউজে মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করেন নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, শুভ প্রতিদিন সম্পাদক সারওয়ার হোসেন।
প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, কার্যকরি কমিটির সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ ফয়সল আহমদ মুন্না, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. ওলিউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক তুহিনুল হক তুহিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিসবাহ উদ্দিন আহমদ, সদস্য এসএম সুজন, নুরুল ইসলাম।
অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি আজিজ আহমেদ সেলিম, লিয়াকত শাহ ফরিদী, সাবেক সহ-সভাপতি মইন উদ্দিন, আমিনুল ইসলাম রুকন, মামুন হোসেন, শংকর দাস প্রমুখ।
এর আগে মন্ত্রী সিলেট বেতার কেন্দ্র পরিদর্শন করেন এবং মতবিনিময় সভায় অংশ নেন।
বিকেলে তিনি জেলা পরিষদ মিলনায়তনে সিলেটের ১০৩ সাংবাদিকের মধ্যে প্রধানমন্ত্রীর প্রণোদনা চেক বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন ।
Leave a Reply