আজ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চুয়াডাঙ্গায় নতুন করে আরও ২৩ জন করোনায় আক্রান্ত

চুয়াডাঙ্গা প্রতিনিধি (২৫-০৮-২০) যতই দিন বাড়ছে করেনা ভাইরাসের প্রাদুর্ভাব ততই বৃদ্ধি পাচ্ছে। চুয়াডাঙ্গায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৪১ জন। সুস্থ হয়েছেন ৬৩৯ জন ও মারা গেছেন ২৪ জন। আজ মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,জানান,গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ১১৪ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এরমধ্যে ২৩ জন করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৬ জন, আলমডাঙ্গার ১২ জন, দামুড়হুদার ৩ জন ও জীবননগরে ২ জন রয়েছেন। তিনি আরও জানান, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসেলেশন ওয়ার্ডে ৩৫ জন ও হোম আইসোলেশনে ৪৩৪ জন চিকিৎসা নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :