আজ ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঈশ্বরদীতে ইন্জিঃ আব্দুল আলীমকে মনোনয়ন দেয়ার দাবীতে সমর্থকদের মিছিল

এস এম রাজা।। বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদীর দাশুরিয়ায় আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম-সম্পাদক বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার আবদুল আলিমকে পাবনা ৪ আসনে আসন্ন উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার জন্য দাবি জানিয়েছে তার সমর্থকরা।
আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা ডঃ আশরাফ হোসেন ও আইয়ুব আলীর নেতৃত্বে ইন্জিঃ আব্দুল আলীমকে মনোনয়ন দেয়ার দাবীতে আয়োজিত একটি মিছিল দাশুড়িয়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং মনোনয়ন দেয়ার জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ডের কাছে দাবী জানায়। তারা বলেন, ইন্জিনিয়ার আব্দুল আলীম সৎ, যোগ্য একজন জনদরদী নেতা। তাকে মনোনয়ন দিলে এমপি নির্বাচিত হয়ে এলাকার জনগনের উন্নয়নে কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :