জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে যে কারনে পদত্যাগ করছেন

Padma Sangbad

দৈনিক পদ্মা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক।
আচমকা পদত্যাগের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। জানা গেছে, নিজের স্বাস্থ্য সমস্যার কারণে হঠাৎ এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি।
আজ শুক্রবার (২৮ আগস্ট) তিনি নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছেন। ঘনিষ্ঠ সূত্রের বরাতে জাপানের জাতীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে এমন খবর দিয়েছে।
এদিকে গত দুই সপ্তাহে দুবার হাসপাতালে যেতে দেখা গেছে শিনজোকে। এতে তার স্বাস্থ্যের বড় ধরনের অবনতি ঘটছে বলে ধারণা করা হচ্ছে।
বলা হচ্ছে, সাম্প্রতিক শিনজো যে মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে গেছেন, সংবাদ সম্মেলনে সেই বিষয়েই কথা বলবেন।
চিকিৎসা সংক্রান্ত কারণে দ্বিতীয়বারের মতো ক্ষমতা থেকে সরে দাঁড়াচ্ছেন শিনজো। এর আগে অন্ত্রে প্রদাহের সমস্যা নিয়ে ২০০৭ সালেও তিনি ক্ষমতা ছেড়েছিলেন।
যদিও ২০১২ সালে পার্লামেন্টের নিম্নকক্ষে ব্যাপক বিজয় নিয়ে তিনি আবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। তবে এবার তিনি আরও বছর খানেক দায়িত্ব পালন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাট পার্টির প্রধান হিসেবে আগামী বছরের সেপ্টেম্বরে তার মেয়াদ শেষ হবে। দেশটিতে শিনজো অ্যাবের চেয়ে এতে বেশি সময় আর কোনো প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকতে পারেননি।

Tag :

Please Share This Post in Your Social Media

Update Time : ০১:৫৬:৫৪ অপরাহ্ণ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২০

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে যে কারনে পদত্যাগ করছেন

Update Time : ০১:৫৬:৫৪ অপরাহ্ণ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২০

দৈনিক পদ্মা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক।
আচমকা পদত্যাগের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। জানা গেছে, নিজের স্বাস্থ্য সমস্যার কারণে হঠাৎ এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি।
আজ শুক্রবার (২৮ আগস্ট) তিনি নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছেন। ঘনিষ্ঠ সূত্রের বরাতে জাপানের জাতীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে এমন খবর দিয়েছে।
এদিকে গত দুই সপ্তাহে দুবার হাসপাতালে যেতে দেখা গেছে শিনজোকে। এতে তার স্বাস্থ্যের বড় ধরনের অবনতি ঘটছে বলে ধারণা করা হচ্ছে।
বলা হচ্ছে, সাম্প্রতিক শিনজো যে মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে গেছেন, সংবাদ সম্মেলনে সেই বিষয়েই কথা বলবেন।
চিকিৎসা সংক্রান্ত কারণে দ্বিতীয়বারের মতো ক্ষমতা থেকে সরে দাঁড়াচ্ছেন শিনজো। এর আগে অন্ত্রে প্রদাহের সমস্যা নিয়ে ২০০৭ সালেও তিনি ক্ষমতা ছেড়েছিলেন।
যদিও ২০১২ সালে পার্লামেন্টের নিম্নকক্ষে ব্যাপক বিজয় নিয়ে তিনি আবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। তবে এবার তিনি আরও বছর খানেক দায়িত্ব পালন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাট পার্টির প্রধান হিসেবে আগামী বছরের সেপ্টেম্বরে তার মেয়াদ শেষ হবে। দেশটিতে শিনজো অ্যাবের চেয়ে এতে বেশি সময় আর কোনো প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকতে পারেননি।