ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা।। ঈশ্বরদীর পদ্মা নদীতে সাঁতার কাটতে গিয়ে আমেনা (৯) নামক এক শিশু পানিতে ডুবে নিঁখোজ হয়েছে। সে পাকশী ইউনিয়নের হঠাৎ পাড়ার আশরাফুল ইসলামের মেয়ে।
পারিবারিক সূত্রে জানাগেছে, প্রতি দিনের ন্যায় আজ সোমবার বিকেলে নদীতে নেমে সাঁতার কাটতে থাকে। এক পর্যায়ে বেশী পানিতে গিয়ে ডুবে নিঁখোজ হয়। সংবাদ পেয়ে পরিবারের লোকজন খোঁজ করতে থাকে কিন্তু সংবাদ লিখা পর্যন্ত নিখোঁজ শিশু আমেনার খোঁজ পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্হলে পৌছালেও তারা উদ্ধার কাজে নামতে পারেনি। রাজশাহী থেকে ডুবুরি দল আসার অপেক্ষায় রয়েছে।
Leave a Reply