আজ ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

একাধিক টুইটে প্রণব মুখার্জির প্রতি নরেন্দ্র মোদির শ্রদ্ধা

অনলাইন ডেস্ক।
ভারতের সাবেক রাষ্ট্রপতি, উপমহাদেশের বরেণ্য রাজনীতিক প্রণব মুখার্জির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার (৩১ আগস্ট) একাধিক টুইট বার্তায় প্রয়াতের পরিবার, বন্ধুমহল ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানান তিনি।
টুইটারে নরেন্দ্র মোদি লিখেছেন, ভারতরত্ন শ্রী প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে ভারত শোকাহত। আমাদের জাতির উন্নয়নে তিনি অমোচনীয় চিহ্ন রেখে গেছেন। একজন পণ্ডিত, এক গৌরবময় রাষ্ট্রনায়ক, রাজনৈতিক জগতে ও সমাজের সব শ্রেণির কাছে তিনি প্রশংসিত ছিলেন।
আরেকটি টুইটে মোদি লিখেছেন, কয়েক দশকের রাজনৈতিক জীবনে প্রণব মুখোপাধ্যায় অর্থনৈতিক ও কৌশলগত মন্ত্রণালয় অনেক অবদান রেখেছেন। তিনি ছিলেন অসাধারণ পার্লামেন্টারিয়ান, সদাপ্রস্তুত, চরম বিজ্ঞ এবং চিত্তাকর্ষক।
তৃতীয় টুইটে তিনি লিখেছেন, ভারতের রাষ্ট্রপতি হিসেবে প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি ভবনকে সাধারণ আরও বেশি জনমুখী করেছেন। তিনি প্রেসিডেন্ট হাউসকে শিক্ষা, উদ্ভাবন, সংস্কৃতি, বিজ্ঞান ও সাহিত্যের কেন্দ্রে পরিণত করেন। গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়ে তার জ্ঞানী পরামর্শ আমি কখনও ভুলব না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :