June 24, 2024, 1:19 am

প্রথমবারের মতো একসঙ্গে যা করতে যাচ্ছেন তাহসান-মিথিলা

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো ওটিটিতে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। তার সঙ্গে পর্দা ভাগাভাগি করেছেন প্রাক্তন স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা!

সম্প্রতি চরকির ফেসবুক পেজে পোস্ট করা হয় একটি অন্যরকম ছবি। যেখানে দেখা যায়, একজন ক্রিকেটার হলুদ রঙের জার্সি পরে মাথায় হেলমেট ও হাতে ক্রিকেট ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু তার চেহারা ঠিকমতো বোঝা যাচ্ছে না। ছবির ওপরে লেখা ‘কে আসছে চরকিতে?’ আর এরপর থেকেই সোশ্যাল মিডিয়াতে এই পোস্ট নিয়ে চলতে থাকে নানা রকম গুঞ্জন।

অবশেষে আজ সোমবার চরকি নিশ্চিত করে যে, পোস্টের সেই রহস্যময় ক্রিকেটার হচ্ছেন তাহসান খান। অভিনেতা হিসেবে তাকে বহুবার টেলিভিশনে দেখা গেলেও এই প্রথমবারের মতো তার অভিষেক ঘটছে ওটিটি প্ল্যাটফর্মে। ‘বাজি’ নামে এ ওয়েব সিরিজ পরিচালনা করেছেন আরিফুর রহমান।

সিরিজটিতে তাহসানকে দেখা যাবে একজন ক্রিকেটারের চরিত্রে। তবে তিনি বাস্তব কোনো ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন কি-না, তা নিশ্চিত করা যায়নি। জানা গেছে, ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই এগিয়েছে এর গল্প।

চরকি জানিয়েছে, শিগগিরই প্রচারে আসছে সাসপেন্স ড্রামা ঘরানার এই অরিজিনাল সিরিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :